কারো আনন্দের আমি
কারো সাধনার,
কারো কুড়িয়ে পাওয়া
কারো বেদনার।
আমায় জন্ম নিতে -
হাজারটা রাত
কারো নির্ঘুমে কেটে যায়,
প্রেয়সীর কাজল ধুয়ে
কাব্য নাম হয় আমার,
বসে থাকি বুকশেলফে -
প্রিয়তমার চুম্বনের প্রতীক্ষায়।
কখনো হাজার  সৃষ্টির বুক হাতরে
আমি জন্ম নেই একফোটা -
বিশুদ্ধ বিবেক হয়ে।
আমি ঘর সংসার ছাড়া -
প্রবাসীর দু চোখে টইটুম্বর স্বপ্ন ,
প্রতিটি দীর্ঘশ্বাসে আমি ভূমিষ্ঠ হই -
একেকটা মহা কাব্য হয়ে।
প্রকাশ্যে জনে জনে
ধর্ম-অধর্মের মনে,
আলিঙ্গনে ঘেন্না কেন ?
আমার জন্ম ভালবেসে -
ভালবাসা দিতে,  ভালবাসা পেতে,
ভালবাসা শেখাতে।
কথার কাকলীতে আমি -
আমিই সেই কাব্য।