পেটে হ্মুধা নিয়ে পর্শী কাঁদে
সজনের মুখে আর্তনাদ,
হারামজাদারা দেয় তাকবীর ধ্বনি
করে ধর্মদ্রোহী প্রতিবাদ।
চাল নাই যার না খেয়ে থাকবে
কপালে আঁকবে সিজদা দাগ,
ভুরি মোটারা চারবেলা খাবে
কিশের অংশী কিশের ভাগ..?
যার প্রদীপে নেই কেরোসিন
সে আধাঁরে ডাকবে ভগবান,
মাজারে জ্বলবে মমবাতি সোজ্জা
প্রভু করবে আলোতে স্নান।
অনাথ অসহায় ধর্ম বিশ্বাসী
দর্শন না চায় ঈশ্বর,
মক্কা - কাসীতে ভগবান মিলে
সে বজ্জাত এক ঘুষখোর!
বড়লোকে দিবে বড় পাঠাবলি
দিবে বড় গরুটা কুরবানি,
তবেই না ঠাকুর চোখ খুলে চাইবে
শুনবে মিনতি খাড়াকরে কান!
রাজপথে যারা বারাবারি করে
চুষে খায় নররক্ত,
তারাই আজ প্রভু, ভগবান, ঈশ্বর -
তারে পুজো করে শত ভক্ত।
গড়িব - ধনী জাত পাতের এই
পদে পদে ব্যাবধান,
মানবতা দিয়ে ভাংবো বিভেদ
দিব স্রষ্টাকে প্রতিদান।।
( কাব্য :কামনাহীন
প্রতিক্ষা ২১শে বইমেলা০৯)