রাত পোহালেই বাংলাদেশ পাবো,
সবুজে সতেজ সৌহার্দ্যের বাংলাদেশ।
ঘুমোতে যাবার আগে -
প্রতি রাতে এই স্বপ্ন দেখি,
মাঠের বুকে কৃষকের লাল গামছা,
রাখাল বালকের পায়ে -
শিশিরের আলতো চুম্বন,
ঊষা আলো ছড়ালে হাসবে মানুষ,
জাতপাত হীন হবে হৃদয়ের বন্ধন।
আমি স্বপ্ন দেখি আলোর মিছিল-
আঁধার ক্ষন হয়ে শেষ,
রাত পোহালেই বাংলাদেশ পাবো,
সবুজে সতেজ সৌহার্দ্যের বাংলাদেশ।
ভালবাসার প্রতারণায় পাষণ্ড-
নির্দয়ে জ্বালায় মানুষের দেহ,
পোড়া গন্ধে শ্বাসকষ্ট,
লাল চাইনা সবুজ দাও,
জ্বলা ক্ষতে জল দাও,
বাঁচাও!  আমরা বাচঁতে চাই,
সবাইতো জ্বলে গেল,
আগুনের কি ধর্ম নাই?
বেশ্যার বুকে মুখ গুঁজে
বাঁচার আকুতি মানুষের।
কত পদক!  কত পদবী!
কত নাম-ডাক, সৌর্য-বীর্যের উন্নয়ন!
ক্ষমতার দাপটে
ঘুমন্ত শিশুর অংগার কংকালেও
নেই অশ্রু আবেগী রেস।
আমি শেষ রাতে সেজদায় কাঁদি,
যেন রাত পোহালেই পাই বাংলাদেশ,
সবুজে সতেজ সৌহার্দ্যের বাংলাদেশ।
[ঘামের স্রোত ]