আমার নিশ্বাসের শব্দেও যেন
ভাঙ্গেনা কারোর মন,
দুখী জনের হাসিতে যেন
বেঁচে থাকি আজীবন।
আপনার লাগি ফুটেনা শুধুই
কাননে পুষ্পরাশি,
সকলে সমান গন্ধ বিলায়
সমান সুপ্ত হাসি।
আমি যেন হই ফুলের মতই
সমাজে ছড়াতে সুবাস,
জাতভেদে যেন না দেখি মানুষ
করি সকল হৃদয়ে বাস।
যে ভালোয় পরের স্বপ্ন ভাঙ্গে
হয় যদি তা কাব্যিক ও
ব্যাথার আড়ালে চুম্বুনের দাগ
আজীবন রবে শাব্দিকও।
সদা হয় যেন সত্য বলা
সাবলীল হয় সদাচার,
না হই যেন অকৃতজ্ঞ মনা
করিতে প্রভুর শুকরগুজার।