আর পারছিনা
বড় শূন্য হয়েগেছে বুকের ভিতরটা।
রক্ত মাংসের যন্ত্র তন্ত্রগুলোর-
কোন একটা হারায়ে গেছে,
গ্রীষ্মের দুপুরে,
টইটম্বুর পুকুরে।
মাঝেমধ্যে মনে হয়,
এই আমি- লুকোচুরির জীবনে
শ্বাস রোগের শেষ স্তরটায়
বেচেঁ আছি।
অনেক কিছু পেয়ে
সব হারানোই আজ সান্তনা,
বড় শূন্য হয়ে গেছে বুকের ভিতরটা,
আর যে পারছি না।


[ বিদ্রোহী বিবেক ]