ওভাবে লেখা হয়ে উঠেনা,
পারিওনা।
হয়তো একদিন হুটহাট করেই
কাগজ কলম নিয়ে বসে পরি
আর ভূমিষ্ঠ হয়েযায় -
নতুন কোন কাব্য সন্তান।
ততটা পরিপাটি হয়না হয়তো!
তবে হয় কিছু!
কখনো পুষ্টিহীনতায় কোন প্রতীবন্ধী,
নয়তো কোন উগ্র বিপ্লবী।
কেউ পাগল ভাবে,
কেউ ভাবে লুলা ল্যাংড়া।
কিন্তু আমি ওটাকেই পৃথিবীর
শ্রেষ্ঠ মনে করি।
কখনো কখনো আমার সৃষ্টিকে
আমি বেদ - বাইবেল - কোরআন -
পুরাণের চেয়েও উৎকৃষ্ট ভাবি।
স্রষ্টার সৃষ্টি সবই সুন্দর ।
কে কি ভাবলে তাতে আমার
কিচ্ছু যায়আসে না।
আমার সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ।
[ঘামের স্রোত]