ছয় ঋতু রূপ নিয়ে আমাদের দেশ
সবুজ শ্যামলে ভরা স্নিগ্ধ পরিবেশ
বলে শেষ নাহি হবে তার গুণো গান
সবুজের কোলাহলে হেসে উঠে প্রাণ।


নানা ফুলে ফলে ভরা ভরে উঠে মন
ভ্রমরের গুনো গান শুনি সারা ক্ষন
সকালে সুবাস নিয়ে হেসে উঠে রব
পাখিদের কলরবে মাতোয়ারা সব।


সবুজ পাহাড়ে ঘেরা তার সারা গায়
নদী-নালা খাল-বিল লেপ্টে আছে পায়
আষাঢ়ে বাদল নামে ভরে খাল-বিল
গাছপালা তরুলতা হাসে খিলখিল


ফসল ফলায় চাষি পেয়ে মধুমাস
কৃষকের মুখে হাসি পায় নব আশ
মাঝি বয়ে যায় নদী দেখি যতোদূর
নদীতীরে বাউলের বেজে ওঠে সুর।


সাগরের বুকে শতো ঢেউ খেলে যায়
প্রকৃতির বুকে মেতে শোভা তার পায়
দিন শেষে জোনাকিরা জ্বলে উঠে বেশ
রূপে গুণে ভরা আহা আমাদের দেশ।