অরণ্য আছে  তরুলতায় মৃত্তিকা রয় হন্য,
বরেণ্য তার করিলে তবে জীবিকা হয় ধন্য।
ফুল ও ফলে জীবন স্তূপ আনন্দে ভরে বাড়ি,
ভ্রমরী উড়ে বসিলে সেথা মিলে মধুর হাঁড়ি।


সবুজ লতা মুড়ায় দেবে প্রকৃতির ঐ রূপ,
অঙ্গিরা সব মিলাবে মেলা উগ্রতা রবে চুপ।
বৃক্ষ ছায়ায় শান্তি মিলে দেহে ফেরায় প্রাণ,
তরুলতায় কুকিলে গায় মিষ্টি সুরের গান।


অরেণ্য যদি বিনাস হয় দুঃখ যে পোড়া তালে,
বিক্ষিপ্ত রূপ তার হারায়ে জড়াবে উষ্ণ জালে।
সবুজে ঘেরা জগত জুড়ে উষ্ণতে হবে নত,
ধূলট বৃষ্টি খপ্পরে পড়ে গাত্রের হবে ক্ষত।


প্রকৃতি তার প্রকৃত রূপ চাও যদি হে ফিরে,
ভূপৃষ্ঠে ছায়া তলে লাগাও বৃক্ষ মাটিকে ঘিরে।
আপন বাঁচো বাঁচাও দেশ সুখে কাটাবে দিন,
শতো জন্মেও পারবেনা কভু শোধিতে তার ঋণ।