তেলের বাজারে আজ বেড়ে গেছে দাম
গরীবের হবে টা কি তেল ছোঁয়া দায়,
রক্ত-যে ছুঁয়েছে মাথা ঝরে পড়ে ঘাম
প্রতি কেজি দুশো টাকা লেখা আছে গায়।


পেঁয়াজের ঝাঁঝ বেশি খাওয়া নাহি যায়
চাল ডাল ছুঁতে গেলে পুড়ে যায় হাত,
দেশ হাতে নিয়ে আজ কাকে গিলে খায়
জ্বলে গেছে বাংলা মাটি কাটে নাতো রাত।


দূর্নীতি সব দিকে ছেয়ে গেছে আজ
চোরে ভরে গেছে দেশ নেই তাতে ভুল,
লুটে পুটে খায় সবি নেই কোন লাজ
অসহায় দিশেহারা পায় নাতো কূল।


হায়নারা লুটে খেয়ে আছে সুখে বেশ,
দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি দেশ হলো শেষ।