আছে কিছু নরনারী ভাইরাল হতে,
অশ্লীল সীমাছাড়া করে রাজ পথে।
হতে চায় ভাইরাল হোক পথ বাঁকা,
আছে তাই সারা গায় অশ্লীলে মাখা।


টিকটক নামে শুধু করে নোংরামি,
পিছুটান হবে নাকো ছেড়ে যাক স্বামী।
ফেসবুকে ঢুকতেই দেখি দলে দলে,
শিক্ষিত সমাজটা ভুল পথে চলে।


কত শত নারী আজ টিকটক বশে,
পুরুষের ছোঁয়া পেয়ে জড়িয়েছে নসে।
টিকটক নামে নেয় কামনার স্বাদ,
নরনারী সমতুল কাঁধে রাখে কাঁধ।


ছেলে সাজে নারী আর নারী সাজে ছেলে,
চুড়ি পড়ে সেল্ফিটা চোখ দুটি মেলে।
যৌবনকালে তারা করে সবকিছু,
ধ্বংসের লালা তাই লেগে রয় পিছু।


বুঝে শুনে তারা আজ পথ ধরে ভুল,
নরকের বহ্নিকে বানিয়েছে কূল।
সমাজের চোখে হলো লাঞ্চিত আজ,
ধর্মের ধারামতে  নরকের তাজ।