ঘুমের ঘোরে আর কতকাল জীবন ধ্বংসের পথে,
অলসতা দূর করে দাও চলো কর্ম রথে।
উদ্যম নিয়ে জীবন সাজাও জগৎ করো আলো,
কর্মটাকে করলে আপন বাসবে সবাই ভালো।


সংসার কে আজ রাখতে সুখে জোগাও রুজি-রুটি,
বিবেক করো সজাগ সদা অলস্য দাও ছুটি।
কর্ম ছাড়া জগৎ মাঝে হয়না কেহ সুখী,
পরিবার যার রয়না সুখে সেই তো বড়ো দুখী।


কর্মহীনা ঘৃণ্য হয়ে রবে সবার মনে,
বাসে না কেউ ভালো তারে কষ্ট প্রতিক্ষণে।
কর্মহীনা জগৎ জীবন হয়না তো ভাই সোজা,
চুনকালি দেয় সবাই তারে সংসারে হয় বোঝা।


রথ থাকতে তাই রথের মূল্য দিতে সবাই শেখো,
বৃদ্ধকালে করবে টা কি একটু ভেবে দেখো।
অন্যের আশায় চলে যে-জন সেই তো কপালপোড়া,
অর্থ ছাড়া জীবন কারোর লাগে না ভাই জোড়া।


তাই বলি আজ কর্মটাকে করো না কেউ হেলা,
সর্বক্ষণে শান্তি পাবে সুখে কাটবে বেলা।
যদ্দিন আছে অর্থ সম্পদ থাকবে ভবে সুখে,
ছেলে সন্তান আদরের বউ আগলে রাখবে বুকে।