নব রূপে সুর্য উঠে
তার দৃষ্টি দ্বারা পুরো বিশ্ব করে আলো,
আঁধার নিপাত ঘটে
তার আলো নেই সারা অঙ্গ জুড়ে কালো।


তোমার জীবনে তাই
আলো দ্বারা উজ্জ্বলতা সৃষ্টি করো মনে,
এই ছাড়া গতি নাই
লাঞ্ছনার সৃষ্টি হবে নব প্রতিক্ষণে।


আঁধারের কালো ছায়া
তোমার জীবনে এক বিন্দু যদি থাকে,
অন্ধকারী ধ্বংস মায়া
সর্বদাই লোভ লালসার দিকে ডাকে।


মৃত্যুকে স্বরণ করো
কার কবে মৃত্যু ঘটে জানা নেই কারো,
অল্পতে জীবন ভরো
ভগ্ন মন যত পায় তত চায় আরো।


আলো পথে এসো চলে
পাপের পাহাড় জীবনে রয়েছে শত
এসো তবে দলে দলে
আলো থাকতে প্রভুর সিজদায় হও নত।