:কই গো, কোথায় গেলে?
আমার সফেদ পাঞ্জাবীটা দাও,
পায়জামাটা, ব্ল্যাক কালারের দামী কোটটাও।


::এই নাও, এই নাও-
এতো কীসের তাড়া তোমার?
কোথায় যাবে? কোন রাজত্বে?
কোথায় আছে বাপের খামার?


:তুমি যদিও অসামাজিক
অলক্ষ্মী নয় মুখচোরা-
এই কথাটি সত্য তবুও,
রামরাজত্বের রাজা মোরা।


যাকগে, যাহোক, যাচ্ছি যেথায়-
অনেক ভোটার আছে সেথায়।
যুগটা বেজায় পাল্টে গেছে,
তেল দিতে হয় তেলা মাথায়!


সত্যি বলছি, বুঝলে গিন্নি?
চলছে এখন বিকিকিনি!
ভোটারপিছু ম্যালা খরচ,
বেশ বেড়েছে দাম-
নিখরচায় ভোট পাবো না,
আমি বুড়ো ভাম!


কায়েত পাড়ার ননীবালা-
পূজো কমিটির লোক,
হাজার বিশেক দিতেই হবে-
যতো কষ্টই হোক!


রামনগরের রহিমুদ্দীর-
মাথা ভরা টাক,
ভোটের বাতাস পেয়েই শালা-
লাগিয়েছে হাঁকডাক!


আমি নাকি চোর-ছ্যাঁচ্চর
করেছি পুকুর চুরি,
এমন আমি দেশজুড়ে তো
আছেই ভুরি ভুরি!


এসব আবার চুরি নাকি?
দূর্নীতি কিভাবে হয়?
কাজ করেছি, শ্রম দিয়েছি-
নগদ মূল্যের বিনিময়ে!


জুলুম-অত্যাচার আমার দ্বারা?
হায় রে অসম্ভব!
তোমার স্বামী পাক-পবিত্র।
(শত্রুদল) ছড়াচ্ছে গুজব!


গণদাবী রুখে দিয়েছি? আমি স্বেচ্ছাচারী?
ভিখিরির দল বলছে কীসব?
হায় মরি! হায় মরি!


সব গুজবের জবাব দেবো-
হিসেব নেবো ভোটের পরে।
আপা'র সিগন্যাল পাচ্ছি না ক্যান্?
নেটওয়ার্ক ভাইজান কী যে করে!


::হয়েছে, হয়েছে, এবার থামো-
থামাও তো বক বক!
আপা'র কাছে গেলে নালিশ
বিপদ যে ভয়ানক!


না পাও যদি টিকিট তুমি?
না হও যদি সাংসদ?
বলবো আমি সব'কে ডেকে,
তুমি মহা-বদ!


(সংক্ষেপিত)


রচনাকাল : ১৬.১০.২০১৮ খ্রি: