আবার যদি হয় দেখা
লাফিং বুদ্ধের মত,
প্রাণ খুলে হেসে নিও
মনের ইচ্ছা যত,
সব কথা বলে দিও
সত্যবাদির মত।


সব জড়তা কাটিয়ে নিও
আপন বন্ধুর মত,
নীরবতা যদি কথা হয়
শুধু একটু হাসি দিও৷


গলায় যদি সুর উঠে যায়
আরো একবার নাচো,
গানের তালে আঁখি মেলে
আরো একবার বাচো।


আবার যদি হয় দেখা
বিবাদ মিটিয়ে নিও।
দ্বন্দ্ব কাটিয়ে দিও ও ভাই
দ্বন্দ্ব কাটিয়ে নিও।
আবার যদি হয় দেখা
হাসি মুখে বিদায় দিও।