আবছায়া অন্ধকার
উঁকিঝুকি আলোতে,
সামর্থ্যবান অনড় দেহ
আছে পড়ে নিশব্দে।


শব্দের কোলাহলে
ব্যাকুল মন জাগে।
প্রকাশিত হতে চায়
ধার করা জ্ঞানে।


সে চায় চায় চায়
আরো কিছু চায়,
পুরাতন জ্ঞান পাপী
জ্ঞানী হতে চায়।


নিশব্দের রাত্রে,
আবার বসে ধ্যানে,
পুরাতন জ্ঞান,
ভেসে যায় বানে ।


সৃষ্টি হয় নতুন জ্ঞান
নতুন ধারন,
আগের চাইতে মৌন
কিছুটা বারণ।


এ বারণ প্রকাশে,
অন্বেষণে নয়,
প্রকাশ দ্বারা কেউ,
জ্ঞানী নাহি হয়।


আবছায়া অন্ধকার
উঁকিঝুকি আলোতে,
সামর্থ্যবান অনড় দেহ
আছে পড়ে নিশব্দে।


এভাবে চলে,
অনন্ত কাল,
জ্ঞানী ব্যক্তি নিশব্দে
ধরে তার হাল ।


কবে হবে তার।
বানে বানে ভেসে যাবে
সকল অন্ধ জ্ঞান,
অসংজ্ঞায়িত জ্ঞান রবে,
হবে নির্বান।


আবছায়া অন্ধকার
উঁকিঝুকি আলোতে,
সামর্থ্যবান অনড় দেহ
আছে পড়ে নিশব্দে।