এখনো সকাল হয়নি, ভোর রাত ।
হঠাৎ কালবৈশাখী ঝড়ে ঘুমটা ভেঙ্গে গেল।


আমি আনমনে চেয়ে আছি ।


জানলা দিয়ে শীতল বাতাস বইছে।
ঘুম আর আসছে না।


বিছানায় শুয়ে থাকা আলসে মিটাও
খারাপ লাগছে না।


আমার ঘুম কেড়ে নেয়া
কালবৈশাখী ঝড় টাও থামছে না।


মনে রেখো, এই কালবৈশাখী ঝড়ের মত
তোমার কাছে আমি আসব না।
যে ঝড় সব কিছু এলোমেলো করে দিয়ে যায় ।


আমি তোমার জীবনে আসব সূর্য হয়ে,
আস্তে আস্তে, তুমি টের পাবে।


তোমার যখন ঘুম ভাঙবে ভাঙ্গুক।
তাকালে দেখবে, আমি পাশে আছি,
স্বাভাবিক চির স্থির হয়ে আকাশে।


তবে হ্যাঁ,  মাঝে মাঝে আমাকে না দেখলেও
বিচলিত হয়ো না।
মাঝে মাঝে ঝড় ,বৃষ্টি, কুয়াশা এমনকি
কালবৈশাখী ঝড় আসলেও তাকিয়ে দেখো
ভালো করে।
এ আমারি সৃষ্টি, তোমার জন্য।
এ আমিই ছিলাম।


আমি তোমার কাছে আসব স্বাভাবিক একটি দিন হয়ে ।
তুমিও স্বাভাবিক থেকো তোমার মত করে।