"আমি প্রেমের কবি,
প্রেমের কবিতা লিখি।
ভালবাসা আর প্রেমকে আমি
ভিন্নভাবে দেখি।"


চারটি লাইন লিখে চায়ে
চুমুক দিলেন কবি,
চারপাশ হলো সুনশান
অস্ত যায় রবি।


জানালার বাইরে রাস্তায়
সারি সারি সরকারি বাতি,
দুপুর থেকে জ্বলছে সেথায়
কবির নজরদারি।


আরও নজর রাস্তার পাশে
ছোট্ট এক ডাস্টবিনে,
দুইজন ছেলে এসে সেথায়
কি নিয়ে গেল পলিথিনে?


ভাবতে ভাবতে কুল পায় না
বিশ্ব প্রেমের কবি,
সোজাসুজি দেখতে পায়
সামনের বাড়ির ছবি ।


ওই বাড়ির ছাদে রোজ
দুই কিশোরী সদাই,
মুঠোফোনে ছবি তোলে
কবিকে তারা ভাবায়। 


ভাবতে ভাবতে কবির চোখ
রাস্তায় পড়ে আবার,
ঘুর ঘুর করছে একটা কুকুর
খুঁজছে মনে হয় খাবার।


আরো দেখা যায় এক মহিলা
পলি ব্যাগ হাতে সবজি,
অন্য হাতে বেল্ট ধরে আছে
হেটে আসছে জলদি।


বেল্টে বাধা এক হাতে
ছোট্ট কুকুর ছানা,
লাফিয়ে লাফিয়ে করছে সে
'ঘেউ ঘেউ' ধানাই-পানা।


তাই দেখে রাস্তার কুকুর
পাথর দাড়িয়ে থাকে,
কি জানি কি ভেবে সে
আনমনে তাকিয়ে দেখে ।


আর কোন দৃশ্য নেই
এই শহরে এখন,
সব কিছু ভেবে কবি
লেখায় ফিরলেন তখন।


সুন্দর চারটি লাইন এসে যায়
কবির মনে সবি,
প্রেমকে তার হ্রদয়ে রেখে
লিখা ধরলেন কবি।


"দুই কুকুরের প্রেম দেখি
ল্যাম্প পোস্ট এর লাইট দেখি
আমি প্রেমের কবি,
প্রেমের কবিতা লিখি। "