তুমি চেয়েছিলে বন সুবিশাল
ফুলে ছেঁয়ে যাবে মন।
ফুল গুলো তোমায় রাখবে ঘিরে
খেলবে সারাক্ষণ।


তোমার লাগানো গাছ কিছু
ভরে উঠে না ফুলে,
তেতো ঔষুধীর ফল হয়ে আমি
ছিলাম তাদের দলে।


ফুল হয়ে পারলাম না,
চড়তে তোমার কানে,
তেতো ঔষুধীর রস হয়ে
মিশব তোমার প্রাণে।


আস্তে আস্তে চড়ব তোমার
শয্যাশায়ী অঙ্গে।
দিবো তোমায় আরোগ্য সুখ
সূর্যদয়ের রঙে।