যখন সব কিছুকে আমার বলে ধরে রাখি
তখনই বিচ্ছেদ মেনে নেয়া যায় না।


শরীরের স্মৃতি, মনের স্মৃতি, ভবিষ্যতের কল্পনা জনিত স্মৃতি কে আমার বলে যখন ধরে রাখি,
তখনই বিচ্ছেদ মেনে নেয়া যায় না।
মা একটি ভাল উদাহরণ হতে পারে।


মা যেভাবে তার সন্তানকে অনুভব করে
সন্তান মাকে সেভাবে অনুভব করতে পারে না।
কারণ, শরীরের স্মৃতি, মনের স্মৃতি, ভবিষ্যতের কল্পনা জনিত স্মৃতি একজন মায়ের কাছে যেভাবে গেঁথে থাকে,
একজন সন্তানের কাছে সেভাবে গাঁথে না।
মা হওয়ার পর, বাবা হওয়ার পর
সেই অনুভব তৈরি হতে থাকে একজন সন্তানের।
এক্ষেত্রে বাবার চেয়ে মায়ের স্মৃতি অনেক গভীর হয়।
তাই অনেক সময় সন্তান মাকে ছেড়ে চলে গেলেও
মা এ বিচ্ছেদ মেনে নিতে পারে না।


প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে ব্যপারটাও তেমনি ঘটে।
শরীরের স্মৃতি, মনের স্মৃতি, ভবিষ্যতের কল্পনা জনিত স্মৃতি।
আঁকড়ে ধরে রাখে গভীর ভাবে।


ভিতরে ঘটে চলেছে স্মৃতির খেলা।
দৃষ্টি আমাদের বাহিরে।