হয়তো দেখা হবে হয়তোবা না,
বিদায় বলে রাখলাম আগে থেকে।
শো শো বাতাসের মত,
ধীরে ধীরে কবিতার লাইনের মত,
বলে রাখলাম বিদায়।


অকাল প্রস্থানে যাতে মৌনতা না আসে,
বলার ভাষা যাতে হারিয়ে না যায়,
বিদায়ী পদচিহ্নে যাতে উৎসব বহে
বৌদ্ধ ভিক্ষু প্রয়াণের মত,
বলে রাখলাম বিদায়।


মুহুর্ত থেকে মুহূর্তে যাওয়ার আগে,
আমাদের যোগাযোগ থাকার সময়ে
বলে রাখলাম বিদায়।
যেভাবে বিদায় দিলে বিদায় হয়,
ধরে নাও সেভাবে দিলাম বিদায়।


মনে রেখো,
অপূর্ণ বিদায়ের পূর্বে পুর্ন বিদায় দিয়েছিলাম ।
হাসি মুখে কোন এক কবিতায় বিদায় বলেছিলাম।
চোখ বন্ধ করে এক বুক নিস্তব্ধ উপলব্ধি নিয়ে
দিয়েছিলাম বিদায়।