চলে যাচ্ছি।
তবে রেখে যাচ্ছি কিছু কথা
কিছু বিরহ গাথা।


পড়িও গোপনে যদি কাদঁতে ইচ্ছা করে।
যখন একাকীত্ব জড়িয়ে ধরে। 


তখন আমার এই লাইনগুলো তোমার পাশে এসে দাড়াবে।
চুপি চুপি বলবে, বিরহ সবার ছিল।
বিরহের সাগরে সবাই সাতরিয়ে গেছে।
তুমিও একা নও।


বিরহ নতুন চিন্তার জন্মদাতা।
বিরহ সৃষ্টির উৎসাহ দাতা।
বিরহ হ্রদয় বিশুদ্বির একটি পথ।


মৃত্যুর বিরহে পুরতে পুরতে আজ আমি মৃত্যু ভয় হীন।
জীবনের বিরহে পুরতে পুরতে আজ আমি জীবন ভয় হীন।


যদি আসে বিরহ,
তবে এই আগুনে পুড়ে দেখ।
মনের মধ্যে দেখতে দেখতে বুঝতে পারবে,
এ চলে গেছে আস্তে আস্তে
যেমনি সবাই চলে যায়
সবাইকে যেতে হয়।


চলে যাচ্ছি।
তবে রেখে যাচ্ছি কিছু কথা
কিছু বিরহ গাথা।