আমার এক হাত খালি, অন্য হাতে কলম।
আমার একপাশ নীরব নিস্তব্ধ,
অন্য পাশ প্রস্তুতকৃত কামানের অব্যক্ত শব্দ।
যেখানে শুধু মিথ্যে বাক্যরা ভেঙে পড়ে।
কিন্তু সেত বহুকাল আগের কথা৷


হ্যাঁ এখন তুমি এসেছ, জানি।
তুমি সত্য, জানি।
তুমি সুন্দর, জানি।
তুমি আমার পথের পথিক, এও জানি।


কিন্তু আমি শুধু তোমার স্বপ্নেই সুন্দর।
বাস্তবে আমার জগৎ এখন এক পরিত্যক্ত  বন্দর।
এখানে আমি হাজার বছর ধরে পড়ে আছি এক বিধ্বস্ত যুদ্ধ জাহাজ হয়ে।


কবিরা, শিল্পীরা আমায় বাচিঁয়ে রেখেছে এতদিন।
হে নবীন, এবার তোমার পালা।