এই সমাজের জাল।
আটকে পরার কাল৷
কিছু বিদ্রোহী মন,
গাছের নতুন ডাল।


কিছু সম্পর্ক,
কিছু মলিন পান,
পানি ছিটিয়ে ঝর ঝর
তাজা হয়ে উঠে প্রাণ।


কিছু আমার মত,
কিছু তোমার মত,
কিছু বৃষ্টির মত,
একই ভালো লাগা,
একই মনো যাপন।
তাই বুঝি বজ্র ধ্বনিতে
একই বুকের কাঁপন।


কিছু মিথ্যে কাল,
আমার ছেঁড়া পাল,
সময় এখন অসময় জানি
তবু্ও নির্ভীক হাল।


এই সমাজের জাল।
আটকে পরার কাল৷
কিছু বিদ্রোহী মন,
গাছের নতুন ডাল।