যোগাযোগ দিয়ে তুমি সম্পর্ক মেপেছিলে
তাই আমি আজ হারিয়ে গেছি।
মেসেঞ্জারে সকাল-সন্ধ্যার হাই-হেলো হতে পারিনি বলে পিছিয়ে গেছি।
কিন্তু আমি থাকি ঐ দূর পাহাড়ে
সেখানে কোন নেটওয়ার্ক নেই।
কি করে যোগাযোগ করি বলো?


তাই জর্জ ফ্লয়েডের মত কয়েকজনের খবর তোমার কাছে পৌঁছালেও,
প্রতিনিয়ত আমার মৃত্যুর খবর তোমার কাছে পৌঁছায় না।
আমার হৃদয়ের মৃত্যু।
ঐ দূর পাহাড়ের মৃত্যু।।


যেদিন তোমার শহরেও মৃত্যুর মিছিল নামবে,
সেদিন আমি কি করে আসব তোমার কাছে?
ততদিন পর্যন্ত কি আমি বেচেঁ থাকব?
হয়তোবা আমি ততদিনে জীবনানন্দ দাশের কাঁক হয়ে গেছি,
ধানসিঁড়িটির তীরে নয়।
তোমার অভিশপ্ত শহরে।