যখন দেখা হবে তখন
কিভাবে প্রকাশি বলো নিজেরে?
না গম্ভীর না অগম্ভীর,
না তোমার কাঙ্ক্ষিত জীবনের মত?
যে জীবন তুমি খুঁজে বেড়াও।


রহস্যে মোড়ানো জ্ঞানের গভীরতার প্রতিবিম্ব স্বরূপ নয়,
যে আয়নায় নিজেকে রোজ দেখি তবুও দেখিনা।
অনুভূতির খাদ থেকে খসে পড়া দু চারটা লাইন আওরিয়ে দেয়ার মত নয়,
যেই লাইনগুলো দিয়ে আমাকে এঁকে রেখেছ নিজের মাঝে।
প্রকৃতির নীরবতার মত নয়,
যেখানে মন কোন এক সময় শব্দ খুঁজবে কিছু বলার।  
কিভাবে প্রকাশি বলো নিজেরে?


অনেকদিন তোমার কোন খবর নেই৷
অনেকদিন তোমাকে দেখি না।
জানি, দেখা হয়ে যাবে কোন এক চায়ের দোকানে,
দেখা হয়ে যাবে কোন এক ব্যস্ততম রাস্তায়৷
দেখা হয়ে যাবে কোন এক ব্যস্ততম দিনে।
মুহূর্ত গুলোকে উৎসবের মত আলিঙ্গন করে
পথ চলতে চলতে দেখা হয়ে যাবে ।


যখন দেখা হবে তখন
কিভাবে প্রকাশি বলো নিজেরে?