এত ভয় কেন?
কেন এত ভয়?
আমি তৃতীয় বার জিজ্ঞেস করছি, "কেন এত ভয়?"
এটা হতাশা নয় সত্য নিয়ে বাচাঁ।
প্রতিনিয়ত মিথ্যে অভিনয়।


আমি একবার সান্ত্বনা দিয়েছিলাম কাউকে।
কারোর প্রিয় বিয়োগে।
সেটাও ছিল মিথ্যে অভিনয়।
কারণ তোমরা ভালবাসার সংজ্ঞা
সেভাবেই দিয়েছিলে।
তাই আমি ভালবেসেছিলাম তোমাদের মত করে।


আজ আমার প্রিয় বিয়োগের দিন।
সান্ত্বনার কোন প্রয়োজন নেই।
আমি স্থির আছি।
তুমিও স্থির হও।
এবার আমায় একটু ভালবেসে দেখ,
আমার মত করে।
কেন এত ভয়?
ভাল বাসাতে।
নাকি ভয়,
মিথ্যে অভিনয়ে।।।