মুছে দেয়া স্বপ্নে কবে লেগেছে আগুন
ক্ষমা করা স্মৃতিগুলো ক্ষমা দেয় না।
অকালে তোমার হাত পড়ে শীতের ঝরা পাতায়
মড় মড় করে বেজে উঠে বেদনা।


শীতের ঝরা পাতা জানি সবুজ হয় না
দুঃখ উৎসবের কবিতা কখনো রঙিন হয় না।
তবু কেন হায়
রঙিন কবিতা মৌন হয়?
তবুও কেন হায়
আমার বসন্তে অগোচরে হানা দিয়ে
নবীণ হৃদয়ে কেন
প্রবীণ ব্যথা বয়?


বিদায় হয়েছে আমাদের
বন্ধু আমি জানি
তবুও চুপিসারে কান পেতে শুনি
বয়ে যায় সেখানে তোমার আওয়াজ
ভ্রম টাকে আমার সত্যি মনে হয়।


কেমন যেন দিনগুলো বয়ে যায় আমার
মাঝে মাঝে দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায়।
যেভাবে এসেছিলে আস্তে তুমি ধীরে
সেভাবে হায়
কেন যাওনি চলে।


বলেছিলে একদিন, ভালবাসতে হয়
তবে আঁকড়ে ধরতে নেই গভীরে,
আজ তোমার কথা তাই তোমাকে দিলাম
নিঃশব্দে বন্ধু ফিরিয়ে।