আকাশ পানে মেঘের সনে
কেন তোমার চাহনি এত?
প্রেম দিয়েছ প্রেম নিয়েছ
তবু্ও কেন শূন্যের মত,
আমায় তুমি রাখছ সেথায়
মনের ইচ্ছা তোমার যত।


সেই আকাশে পাখি উড়ে
ঝর ঝর বৃষ্টি ঝরে,
রংধনুরা রাঙিয়ে আকাশ
আপন মনে খেলা করে।
সন্ধ্যা হলে পাখিগুলো
আপন মনে ঘরে ফিরে,
সময় গুলো থমকে গিয়ে
মহাকালও কেঁদে উঠে।


শুধু তুমি ফেরনা ঘরে
তোমার মনের আপন নীড়ে।
তাই আমারও হল না ফেরা
আকাশ হয়ে রইছি পড়ে।
দিনশেষে সন্ধ্যা নামে
রাতের আকাশ নতুন খামে,
এখন তুমি লিখবে কি?
কেউ জানে না, কেউ জানে কি?