খোঁজ নেয়া হয়নি কোনদিন।
জানি, খোজ নেয়া হবে না কখনো।
শুধুই পরিচিত মুখ, হাজার দিন ধরে
পরিচিতই থেকে যায়।


কিছু মানুষ ঝাপসা হয়ে আসে।
সংশয় প্রকাশ করে সঞ্চয়।
দাদা, পরিচিতরা একদিন অপরিচিতদের তালিকায় চলে আসে, আসবে ।


আমারও স্মৃতি ঝাপসা হয়ে আসে।
আমারও তেমন ছোট বেলার কথা মনে পড়ে না।


ঝরে যাব ঝরা পাতার মত।
তাদের মন নেই বলে তারা কষ্ট পায় না।
অথচ, একই গাছে ছিলো তারাও
কেউবা একই ডালে,
তাদের চোখ নেই বলে তারা দেখে না
কিন্তু আমি দেখি, তারপরও
খোঁজ নেয়া হয়নি কোনদিন।
জানি, খোজ নেয়া হবে না কখনো।