বিড়াল ছানা বিড়াল ছানা
ঘুমায় বসে খায় যে খানা,
খাঁচার ভিতর ছোট পাখি
ছটফটিয়ে মেলে ডানা।


কাক ডাকে কা কা
তাড়িয়ে দিলাম যা যা,
শেখায় দেয়া বুলি আওরায়
খোকা ডাকে মা মা।


দুলদুলানি পায়ে দাড়ায়
তিড়িং বিড়িং হেটে বেড়ায়,
কথা বলতে পারে না ভালো
আগ্রহ দিয়ে শুনে সবাই ।


দিনশেষে বাবা বাসায় ফিরে
খোকা বাবু জড়িয়ে ধরে।
পূর্নিমাতে জোয়ার আসে
ঢেউ খেলে যায় আপন নীড়ে।