ইউটিউব দেখে রান্না শিখলাম।
এখন আমিও ভাল রান্না পারি।
মায়ের হাতের সেই রান্না,
এই শব্দগুলো আমার দিন দিন হারিয়ে যাচ্ছে।
এখন শুধু প্রশংসা নয়, রান্নার গল্পও চলে ।
দিন দিন আমিও গ্লোবাল ম্যান হয়ে যাচ্ছি।
তবে অলসতা ছাড়ার যথার্থ ভিভিও এখনো খুঁজে পায়নি।


কিছু শব্দ আরো বেশি হারিয়ে যাচ্ছে,
যেমন, আমি কে? এই অনুভুতির প্রকাশ।


এখন আমি পাহারা দিই, কড়া পাহারা।
কিছু শব্দ যাতে ফিরে না আসুক,
কিছু শব্দে যাতে কেউ ভুল না বুঝুক।


তারপরও ভুল হয়ে যায়,
তারপরও কেউ ভুল বুঝে।
ইউটিউবে এ বিষয়েও যথার্থ কোন ভিডিও পেলাম না।