কবিরা ডুব দিয়েছে আদিম প্রেমের জলে।
রমণীর খোঁপার ফুল একটু মলিন হলে
শত কবিতার পদ্ম ফুটে সেই পুকুর জলে।


আর এদিকে ক্রন্দন ধ্বনি হঠাৎ ভেসে আসে
ঐতিহ্যবাহী বনের লড়াই সভ্যতায় ফিরে আসে।


আর এদিকে একদল পশু হুঙ্কার দিয়ে উঠে
ঐ পথে হাটলে তবে কাটা দিব গেথে।
অচিন ভীতি অচিন পুরে বাধা দিয়ে রাখে
গুহার মানুষ বাইরে আসতে হাজার বছর লাগে।


পৃথিবীতে সৃষ্টি হয়েছে স্বর্গলোক
প্রাত্যহিক আমরা তাদের পূজী।
নোর্স ধর্ম মিথলজি হয়ে গেছে,
তবুও আঁকড়ে রাখে আমায় তোমার স্মৃতি।
বনসাইয়ের মত এ মন আটকে আছে কোথাও
তার পরেও হন্যে হয়ে খুঁজি।


পূজা দিতে দিতে আজ
দেবী হবার মন চায় বুঝি?