বয়সের সাথে সাথে মানুষ নাকি হিসেবি হয়।
কই, আমার তহ তা হয়নি।
দিন দিন আমি বাতাস হচ্ছি ।


যেকোনো পরিস্থিতি, যেকোনো বস্তু কিংবা যেকোনো মানুষের সাথে মিশে যাচ্ছি অনায়াসে।


একদিন আমার এই অস্তিত্ব মিশে যাবে
না থাকার অস্তিত্বে। 
মিশে যাব সব কিছুর সাথে
আস্তে আস্তে কিংবা ধুপ করে নিভে যাওয়া এক মোমবাতির ন্যায়।


নিভে যাওয়ার আগে এই আগুনের অস্তিত্ব রেখে যাচ্ছি না আর।


কেউ ফেরাতে পারবেনা সেই নিভে যাওয়া আলো কে । তন্ত্র-মন্ত্রের কোন কাজ হবে না।


তুমি বলেছিলে, " চিরদিন তুমি আমার। "
তুমি আরও বলেছিল, " আমি বার বার তোমার কাছে ফিরে আসতে চায়।  "


তোমার বলা সকল কথা,
তোমার মনের গহীনে জমে থাকা দৃঢ় বিশ্বাস, কোন কিছুই ফেরাতে পারবে না আমায়।


একদিন আমার এই অস্তিত্ব মিশে যাবে
না থাকার অস্তিত্বে।