অনুভবে আসো তুমি, ছেড়ে চলে যাও, খানিকক্ষণ জড়িয়ে ধরে ।
মনেরও গভীরে, কি দিয়ে এখন,
রেখেছো পূর্ণ করে ?


শুন্য শুন্য ছিল সব কিছু
করেছি পূর্ণ অন্ধ বিশ্বাসে,
আলো দাও আলো দাও বলে,
দেখিনি সে তো, ছিল আমারই কাছে।


বিশ্বাস নাকি সচেতনতা,
কি নিয়ে বাচার নাম জীবন?
বিশ্বাসে থেমে যায় জীবন,
থেমে যায় অন্বেষণের পথ।
আর অন্ধ বিশ্বাস?
সেত এক মহাপাপ।।


সে গল্প না হয় আরেকদিন।
ফিরে আসি নিজের কাছে।
সচেতনতায় সংবেদন শিলতায়,
হাওয়া লাগে পালে, বয়ে চলে তরী।
প্রতি মুহুর্তকে দেখি সম্যক দৃষ্টিতে।
"যাহা তাই, তাহা তাই বলে,"
হোক না সেথায় গুরু চন্ডালির দোষ।
ব্যকরণ, সেত আমাদের তৈরি,
টের পাবে শুদ্ধ অনুভবে।


অনুভবে আবার আসো তুমি ফিরে,
টের পায় ক্ষনিকে, আসো আর চলে যাও।
মনেরও গভীরে,
তাইত, তুমি আমার নও।


তারপরও  অনুভবে বেচে চলেছি তোমাকে নিয়ে, আপন করে, পরম আনন্দে।
সচেতনতায় সংবেদন শিলতায়
প্রতি মুহূর্তে। 


নেই কোন বিশ্বাস, নেই কোন অবিশ্বাস,
শুধু রয়েছে উপলব্ধি, শুদ্ধ অনুভব, নিরাসক্ততায়।