কত দিন কত রাত
বয়ে চলে অনন্ত কাল।
কিছু সময় কিছু ক্ষণ
অসমাপ্ত থেকে যায়।


কত রৌদ্র কত বর্ষা
কত ঝড় পেরিয়ে,
আজ সেদিন এল ফিরে
তবু কি যেন নেই।


আজ আমি বুঝেছি
সেই আমাকে,
আমি স্মৃতি নিয়ে বাঁচি
যা অতীত হয়ে গেছে৷


আবার আমি বানায়
স্মৃতিরও প্রাসাদ
নাম দিয়েছি স্বপ্ন
যা এখনো অবর্তমান ।


এভাবে চলে যায় বর্তমান মুহূর্ত,
কিছু সময় কিছু ক্ষণ (এভাবেই)
অসমাপ্ত থেকে যায়।