শব্দের পর শব্দ সাজিয়ে,
ছন্দ মিলিয়ে,
কত কবিতা লেখার অপচেষ্টা চালিয়ে,
আজ যেখানে এসেছি বলে মনে হয়েছে,
সেখান থেকে
অতীতের কবিতা গুলো ছন্দময় বলে মনে হলেও
এখন বড্ড সার শুন্য মনে হয়।
আর এ উপলব্দি ভাবায়, বর্তমান টা কি?
তারপরও আমি বাস্তব উপলব্ধি নিয়ে বেচেঁ ছিলাম।


আমার বয়স বাড়ে।
আর পৃথিবীর বয়স বাড়ে ধীরে ধীরে। 
মুখোশ উম্নোচিত হয় পৃথিবীর, মানুষের ধ্যান ধারনার।
মানুষের অজ্ঞতার মাশুল মানুষকেই দিতে হয়।


এক ছোট ভাই বলেছিল, "পৃথিবী বিশুদ্ধ হচ্ছে দাদা, বিশুদ্ধ।
পৃথিবীর উপর আমাদের বর্বরতার ঋন
শোধ হচ্ছে।
আমরা সবাই বলি
তবে আর কতকাল এভাবে চলবে?
দন্ধ আর সংঘাতের মধ্যে দিয়ে।
আর কতকাল।।।