বদ্ধ ঘরে কবিতা লেখা যায়,
কিন্তু বদ্ধ মন নিয়ে নয়।
চিন্তার স্রোতকে খুলে দিতে হয়।


কোন কিছু নিয়ে কবিতা লেখা যায়।
কয়েক জনের জীবন উপলব্ধি নিয়েও কবিতা লিখা যায়।


স্বতন্ত্র একশো জনের জীবন উপলব্ধি দিয়েও কবিতা লেখা যায় ।
কিন্তু আমি পারছি না।


তাদের সারা জীবনের অধিকাংশ মুহুর্তগুলো
কোন না কোন দুঃখ বেদনা নিয়ে ভরপুর।
আমার অনুভব তাদের এই বেদনা বইতে পারছে না।
কবিতা লিখব কীভাবে?


হ্যাঁ, কেবল আনন্দ বা সুখ নিয়ে কবিতা লিখা যায় ।
কিন্তু আমি প্রতারক কবি হয় কিভাবে?