সন্ধ্যা তখন আসি আসি অস্ত যায় রবি
হালকা আলোর অন্ধকারে টের পেয়ে যায় কবি,
কত কিছু লেখার ছিল বুঝতে পারে সবি।


ভাবতে ভাবতে খোঁজ মেলে না ভাবের তালার চাবি,
টেক্কা ছাড়া পেল সবি সাহেব গোলাম বিবি।
শব্দেরা দিলো বিদ্রোহের ডাক সেই কবিতার দাবি,
যে কবিতায় শেষ হয়ে যায় সমস্ত দিনের ছবি।