পথ চলতে চলতে তোমাকে ভুলে যায়।
নিস্তব্ধতায় তোমাকে মনে পড়ে।
বঙ্গোপসাগরে নিম্ন চাপে আটকা পড়ে
বেড়াতে যাওয়া সেন্টমার্টিনের যাত্রীগণ।
তুমি আটকা পড়েছ লকডাউনে।
আমি পড়েছি ভাবনায়।
নিরালায় তোমাকে মনে পড়ে।


কতটুকু একাকিত্বে মানুষ একা হয়ে যায়,
কতটুকু দূরত্বে যোগাযোগ থমকে যায়,
কতটুকু অলস তায় স্থবির হয়ে যায় এ জীবন,
কতটুকু ভ্রান্তিতে তোমাকে ভুল বুঝি,
জানা নেই।


আজ বড় অভ্যস্ত হয়ে গেছি এ জীবনে।
তোমাকে আবার ফিরে পেলেও
আমাকে চুপিসারে হাতছানি দিয়ে ডাকবে
এ নিরালা,এ নিস্তব্ধতা, এই লকডাউন।