জানি, তুমিও একদিন মুগ্ধ হয়ে দেখবে।
আমাকে আর তোমার আশেপাশের সবকিছুকে।
জড় অ-জড় কোন কিছু বাদ পড়বে না তখন।
যেমনটা হয় প্রেম আসলে।
তখন মুহুর্ত গুলো থেমে যাবে।
তোমার অনুভব বদলে যাবে।
অফুরন্ত আনন্দের ঝর্ণা বয়ে যাবে তোমার মাঝে।


আর তখন আমি তোমাকে দেখব বৃষ্টি দেখার মত।
ভিজব সেই বৃষ্টিতে,
মোহ হীন, আসক্তি হীন হয়ে।


যখন যা কিছু আমার বলে সংজ্ঞায়িত করি,
তখনই দুঃখের বীজ রোপিত হয় ।
যে বৃষ্টিতে আমার বিলাস,
তা আমার নয় বলে সেখানে কোন দুঃখ নেই।
আছে শুধু অব্যক্ত আনন্দের ঝর্ণা।
তুমিও তেমন, জীবনও তেমন।
বৃষ্টির মত।