মনে করতাম হৃদয় ছিল নত,


অনেক তত্ত্ব ছিল আমার জ্ঞাত,
হাত দিয়ে যায় না বলা এত,
জীবন আমায় চাপত, ধরত,মারত,
তবু্ও আমায় ধরে রাখে সেই 'ত'
কিছু হাওয়া আমায় দিল ক্ষত,
উপলব্ধি তারে করল হত,


মনটা হল তত্ত্বের ভারে নত,


উপলব্ধি ধর্মে হলাম রত,
কিছু তত্ত্ব হল আমার গত,
আরো কিছু রইল তাহার যত,
প্রজ্ঞা ধর্মে করলাম আবার ব্রত,
তারপরও 'ন' এর পিছন ঐ 'ত'
অনাবিষ্কার জীবন আমার কত,


খুঁজে বেড়াই হয়ে আমি নত।


আদিতে নত, মধ্যে নত, অন্তে নত।