ভুল ভাল করে একোঁ না আমায়
তোমার মনের পাতায়।
ভুলের মাশুল দিতে হবে
দিস্তা দিস্তা খাতায়।


আমার রঙটি নীল
হয়তো একটু করলে গাঢ়,
তাও ছিল ভালো।
কিসের মধ্যে কি মিশিয়ে
করে দিয়েছ কালো।


এক বৈশাখের কথা হঠাৎ
আকাশ দিল ব্যথা,
ঝর ঝরিয়ে পড়ল বৃষ্টি
বলল তোমার কথা।


তাদের কথা শুনে আমি
আঁকতে গিয়ে ছবি,
হঠাৎ বৃষ্টি থেমে গিয়ে
আকাশে উঠে রবি।


তুলির আঁচড় হাতে নিয়ে
আঁকতে গিয়ে আবার,
সন্ধ্যা এসে সব আলো
করল খেয়ে সাবাড়।


অন্ধকারে তোমার মুখ
যায় দেখা না ভালো,
যেমন করে এঁকেছিলে
আমায় তুমি কালো।


কেমন হবে তোমার মুখ
মুখে হাসির রেখা,
একলা বসে ভাবছি মনে
কবে পাব দেখা ৷


দিয়াশলাই এর কাঠির ছোয়াঁয়
জ্বলে উঠে মোম,
মৃদু আলোয় অপেক্ষায়
আমার হ্রদয় কোণ।


সামনাসামনি তোমায় দেখে
কেটে গেল রাত,
মোমের আলোয় তোমার মুখ
মায়াবী এক চাঁদ।


ভুল ভাল করে আঁকছি না আর
আমার মনের পাতায়,
তুমিও এখন শুধরে নিও
তোমার মনের খাতায়।