তুমি এসেছিলে বলে
ঊষার আলো উজ্জ্বল উজলা,
তুমি এসেছিলে বলে
আলোয় হেসেছে সোনার বাংলা;
তুমি এসেছিলে বলে
মার্চ এসেছে শিশুর হাসিতে হেসে,
তুমি এসেছিলে বলে
স্বাধীনতা সুখে জয় বাংলা মেশে।
তুমি এসেছিলে বলে
বাঙালি জাতি শাসন শোষণ ভুলে,
তুমি এসেছিলে বলে
রক্ত নিনাদ আরো গর্জন তোলে;
তুমি এসেছিলে বলে
লোকারণ্যে ৭ মার্চের ভাষণ,
তুমি এসেছিলে বলে
দীর্ঘ দিনের মুক্তির আন্দোলন।
তুমি এসেছিলে বলে
দুর্বার সেই গেরিলা ঘাটি গড়ে,
তুমি এসেছিলে বলে
কামানের গোলা রোধে বুকের পাঁজরে;
তুমি এসেছিলে বলে
মুক্তিকামী অসীম সাহসে লড়ে,
তুমি এসেছিলে বলে
সবুজ জমিনে রক্তপতাকা ওড়ে।
তুমি এসেছিলে বলে
ডিসেম্বরে বিজয় হেসেছে মঞ্জু হাসি,
তুমি এসেছিলে বলে
পেয়েছি বাংলার রাষ্ট্র নায়ক সাহসী;
তুমি এসেছিলে বলে
জাতিসংঘে বাংলায় প্রথম ভাষন,
তুমি এসেছিলে বলে
বাঙ্গালী জাতির বাঁচার আন্দোলন
তুমি এসেছিলে বলে
বিদ্ধস্ত দেশে ঘুরে দাঁড়াবার প্রত্যয়,
তুমি এসেছিলে বলে
বিশ্ব জেনেছে বাংলার পরিচয়;
তুমি এসেছিলে বলে
দেশের শূণ্য থেকে শুরু নির্ভয়,
তুমি এসেছিলে বলে
বীরের জাতি বাঙ্গালী তোমাতেই পরিচয়।