বই হলো জ্ঞাননিষ্ঠ বন্ধু মনের মত
পড়তে পারি জানতে পারি
মনের ইচ্ছে যত;
বই থাকে যে আলোক পাড়ায়
বই মনে সলতে ধরায়
চেনায় আকাশ, চেনায় আলো
চোখ খোলা যার মন্দ-ভালো।
শতাব্দীর সেরা কথা পাবে বই পড়ে
যে বই দেখায় পথের দিশা জ্ঞানের শহরের,
স্বপ্ন প্রাসাদ গড়তে হলে মনে
বিদুষী হও জ্ঞান সমুদ্রে পাঠক প্রবীর বনে;
জানতে যদি চাও তুমি পড় পড় আর পড়
অক্ষরে তে লুকিয়ে থাকা রহস্যভেদ করো।
গ্রন্থাগার নয় শুধু বইয়ের তাকে র সাড়ি
থরে থরে সাজানো, কথা সব বাহারি
যে কথাতে ফুলকি ওড়ে
দুলকি মনের অলস পুরে;
মন কেড়ে নেয় এ কোন কথা
আলোক অন্ধকারে
গ্রন্থাগার তাই থাকুক নিকট
ইচ্ছে সমান দূর।
সব বয়সের সব মননের
খোরাক যোগায় সব কথার
পাঠক বইয়ের হৃদ্যতায় পাঠশালা আর পাঠাগার,
ছন্দ-কথায়, গল্প-ব্যথায় প্রাণের খোরাক বই
আকাশ ছোঁয়া বলয় ব্যাসে অদৃশ্য কল্প মই;
জ্ঞনের রাজ্যে গড়তে তোমার অবাধ বিচরণ
গ্রন্থ আর গ্রন্থাগারে প্রাণের সন্দিপন।