গলুইয়ের শক্ত বাঁধন
জুড়ে দেয় নাওয়ের আগা গোড়া
শক্ত হাতে শক্ত মতন,
ধরে রাখে তার ইচ্ছের পাটাতন;
ঢেউ বড় শক্ত পাষাণ
আছড়ে পড়ে ঘোরে ক্ষিপ্র তেজে,
থামে বুকের কাঁপন।
গেলো ছেড়ে মন
সুদূর বনেতে নয় আকাশে হয় তারা
মিটমিটে আলোকন,
দৃশ্যতে আসেনা ধুমকেতু যেমন;
মলিন কথাতে অগনন
ছায়াপথ মারিয়ে অলিক সাজে,
তুমি সাজো আপন।
আমি সেই রোদন
সর্বস্ব যার হারিয়ে অনন্তর ছায়াঘেরা
আলোক হারা তপন,
দিনশেষে ফের খোঁজে অলিক স্বপন;
জোড়া তালিতে বেমানান
ঘুমভাঙ্গা স্বপনের জুড়েদেয়া লাজে,
পাশফেরা সেই ক্ষণ।
বেহাল নাওয়ের মতন
উত্যাল ঢেউয়ের কারা দিকপালহারা
অথৈ আন্দোলন পবন,
ভেসে ভেসে যতটা আক্ষেপ অনুক্ষণ;
ঊষায় অন্ধ আয়োজন
ভেসে আছি অনন্তর শৈবাল গরজে,
তরঙ্গময় জ্বালাতন।