দগ্ধ আগুনে মরছি ত
সমাজের এক শ্রেণীর মানুষ,
আগুন লেগেছে আগুন
তাতে নেই কারোর হুশ ।


আগুন লেগেছে দ্রব্যমূল্যে
চারিদিকে হাহাকার,
আজকের সমাজে কে নেবে
কার ভার ।


কেউ ছুটে চলেছে কর্মের সন্ধানে
কেউবা নেমেছে মাঠে,
অর্থ উপার্জনের জন্য কেউবা
পশুর মত খাটে ।


দিনশেষে স্বল্প উপার্জিত অর্থে
দিন কাটে কত জনের,
ঝরে পড়া শুকনো পাতার মতো
স্বপ্ন গুলো উড়ে চলেছে তাদের মনে ।


শান্ত, শীতল, নিস্তেজ হয়ে পড়েছে
কর্মের বাজারে,
বাজারে দ্রব্যমূল্য
লাভাতে গিয়েছে ভরে ।


এই আগুনের উৎস কি
আর হইবে নিস্তেজ,
না হইলে হয়ত
কত মানুষ হয়ে যাবে শেষ ।


অনাহারে থাকা কত মানুষ
এই কামনায় আছে,
দব্য মূল্যের হ্রাস এর পরে
স্বস্তি ফিরুক তাদের কাছে ।


এই আশায় দিন গুনে চলেছে
দীন দুখী কত মানুষ,
দ্রব্যমূল্যের লাভাতে
না হতে হয় বেহুশ ।