জীবনের সকল কষ্ট, দুঃখ ও বিপদের
রক্ষা করেন সেই জন,
তিনি "মা", সন্তানের এতটুকু কষ্টে
বিচলিত থাকে মায়ের মন ।
মায়ের আঁচলে আছে যে সুখ,
আছে যে আনন্দ ,
জীবনের সমস্ত ক্লান্তি দূর হয়,
আছে যত মন্দ।
সমস্ত শক্তি উস্র যিনি,
তিনি হলেন "মা",
তার কাছে আছে সকল
অন্যায়ের ক্ষমা।
শিক্ষার প্রথম আলোর দিশা,
"মা" তুমি "মা",
তোমার শিক্ষা হয় না
কোনো তুলো না ।
মা তুমি আঁধারের আলো,
দুগমের প্রদীপের শিখা,
তোমার স্নহে দূর হয়ে যায়,
মনে থাকে যত ব্যাথা ।
যত দূরে থাকি মাগো,
আছো তুমি পাশে,
সবাই দূরে গেলে ও
কাছে পাবো মাকে।
সূর্যের আলোতে যেমন
এ ভুবন আলোকিত,
মায়ের স্নেহের ছায়ায়
হৃদয় থাকে পুলকিত ।
সকল দেবতার উর্ধে যিনি,
তিনি হলেন "মা"
ঘরেতে আছে আসল শক্তি,
মন্দিরে না ।
যতই দুর্গম আসুক সময়,
মাকে দিয়োনা কষ্ট
মায়ের কষ্টে সমস্ত সুখ,আনন্দ,
হয়ে যাবে বিনষ্ট।।