৩২ বছর শিক্ষকতা কর্মে
নিজেকে দিয়েছি বিলীন করে ।
ছাত্র - শিক্ষকের সম্পর্ক
পিতা - পুত্র ও বন্ধুর ন্যায় মোরে ।।


শিক্ষকতা জীবনে কখনো
সততা বা স্নেহ কে করিনি অবহেলা ।
আমি একজন প্রাইভেট শিক্ষক
অর্থ না, শিক্ষার পথে চলা ।।


জীবনের প্রতিটা ঘাত-প্রতিঘাতের
মধ্যেও আমি ।
ওদেরকে কখনো নিজে থেকে
দূরত্ব রাখেনি ।।


অনেক কষ্টের মধ্যে ও যখন
নিজেকে লেগেছিল একা ।
সব দুঃখের অবসানে
ওদের পেয়েছি দেখা ।।


অনেক কষ্টে বুকটা ভাঙ্গে
মোর তখনই ।
তাদেরকে বিদায় দিতে
হয় যখনি ।।


অনেক কষ্টের সাক্ষী রেখে
আজ আমি জীর্ণ ।
তাদেরকে মানুষ করতে পেরে
আমি হয়েছি ধন্য ।।


আজ আর পারিনা
চলে যাওয়ার দিনগুলির মতো ।
শারীরিক প্রতিকূলতা একটু একটু
করে আমাকে করেছে ক্ষত ।।


আজ আমি চলেছি
বয়সের ব্যবধানে ।
মোর শিক্ষাকতা শিক্ষা প্রদান
সকলেই তা জানে ।।


ছাত্র বিকাশের চাবিকাঠি
যা আছে মোর কাছে ।
তা থেকে অবসরের
সুরধ্বনি বাজে ।।


এ জগত যখন ছেড়ে
যাবে মোরে ।
হয়তো কারো মনের রবো
আর কেউবা যাবে ভুলে ।।