ঝমঝম করে শব্দ আসছিল কানে,
এই বুঝি বৃষ্টি আসছে, হয়েছিল মনে ।
তারপর দেখলাম এতো বৃষ্টির শব্দ না,
কিসের শব্দ এত সুন্দর ও মধুর হয় ।


চারিদিকে তাকিয়ে দেখি অবশেষে,
এত তুমিই দাঁড়িয়ে, জীবন সঙ্গীর বেসে ।
এত সুন্দর দেখিনি তো আগে,
মোর ভাঙ্গা মন জোড়া দিতে দেখেছি তোমারে ।


মোর জীবনে ছিল না আসা,
ছিলনা কোন এক বিন্দু ভরসা ।
তোমার মধ্যে পেয়েছি নবীর জীবনের আলো,
তুমি দূর করেছ অন্ধকার যত ছিল ।


তোমাকে পেয়ে আমি চির ধন্য,
আমার এই ভাঙ্গা মনের জন্য ।
তুমি যদি থাকো মোর বধু বেশে,
চির খুশি হব আমি, এখন থেকে জীবনের শেষে ।


আমি হারাতে চাই না তোমারে,
বুকের মাঝে রাখবো তোমার চিরতরে ।
ফুল ফুটে আবার যায় শুকিয়ে,
দিও না কখনো আমাকে দূরে সরিয়ে ।


আমি আছি আমি থাকবো তোমার জীবনে,
হবো না কখনো ছাড়া, কোনো কারনে ।
তুমি আমার আমি তোমার যদি হয় সত্য,
চিরদিন সুখ-আনন্দ, ভালোবাসা থাকবে মত্ত ।।