ঝড় উঠেছে ঝড়, বইছে কুটুক্তির হওয়া,
মন টা করে দূর দুর, সর্বদায় দুশ্চিন্তার ছায়া ।
শান্ত মনে উকি দিয়েছে, অশান্তের ভয়,
শুধু তিক্ততায় ভরে আছে চারি দিক মোয়।


এ যেন হঠাৎ ঘুমিয়ে দেখা দুর স্বপ্ন,
প্রস্তুত ছিলাম না এতোটুকুর  জন্য।
ভয়েতে শিউড়ে ওঠে, শিরা উপশিরা,
ঝোড়ো হাওয়ায় চারিদিক ভরা ।


এইতো সেদিন ছিল মনোরম পরিবেশ,
সবকিছু সুন্দর থেকে আতিসুন্দর ছিল বেশ ।
সেখানে নেই কোনো এতটুকু ঝড়ের চিন্হ
ধন্য ছিলাম মোরা সুন্দর পরিবেশের জন্য ।


আনন্দে ভরা ছিল সমগ্র সংসার,
খুশিতে ভরে ছিল মন সবার ।
কিন্তু কোথায় থেকে একটুকরো কালো মেঘের ছায়া,
সমগ্র বিশ্বাসকে গ্রাস করেছে তার মায়া ।


তার পর থেকে শুরু হালকা ঝোড়ো হাওয়া,
ঘনো আঁধারে ঢেকে দিল, ভালোবাসার, চাওয়া পাওয়া ।
শুরু হলো প্রচন্ড ঝড়ের তান্ডব,
তারি প্রভাবে মনে সৃষ্টি একাধিক ক্ষোভ ।


তারি আঘাতে লণ্ডভণ্ড হলো ছোট্ট বাগান,
একে অপরের হলো ছিন্ন, করোর কাছে নেই কোনো মান ।
তাদের  দূরত্বের মাঝে একাকীত্ব হয়েছে ছোট্ট চারা,
নিদ্রয় ঝড়ের হলো না এতোটুকু করুনা, শুধু তিক্ততায় ভরা।


চারি দিক ঘিরে রয়েছে ঘনো কালো মেঘে,
মনের মাঝে প্রতিধ্বনিত হয় ঝড়ে সাই সাই আওয়াজে।
ছিন্ন ভিন্ন হয়ে গেলো সবকিছু,
একে অপরের আঘাতে হয়ে গেছে মাথা নিচু।


এই ঝড় স্তব্ধ হবে কবে,
না অবিরত নিজ গতিওমান রেখায় বিদ্যমান থাকবে ।
তার কি আছে কোনো কিছু নিশ্চ্যতা ,
ঝড় থামুক আর নাই থামুন, দেখাজাবে কপালে আছে যা।।।